AsiaNews24 | News Details

মারা গেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফুটবলার

Category : Sports | Sub Category : Football Posted on 2020-10-31 23:00:45


মারা গেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফুটবলার

না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জেতা ফুটবলার নোবি স্টিলস। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে পরিবারের পক্ষ বলা হয়, স্টিলস পরিবার দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, দীর্ঘ রোগভোগ শেষে আজ খুব শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নোবি স্টিলস। দুঃখের এই সময়টাতে গোপনীয়তা রক্ষার জন্য পরিবার থেকে আহ্বান জানানো যাচ্ছে।

দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।   

এদিকে নোবির মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করেছেন তার সতীর্থ ও বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা স্যার জিওফ হার্স্ট। 

তিনি বলেন, এটা বড় দুঃখের খবর যে, নোবি চলে গেছে।  তিনি ছিলেন চমৎকার চরিত্রের একজন মানুষ। দলের আত্মা ছিলেন তিনি। নিশ্চিতভাবে তাকে অনেক মিস করব।

Leave a Comment: